
ফেনী শহরের কালিপালে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে পিটিয়ে অভিযোগ উঠেছে। ৫ এপ্রিল, শনিবার বিকালে শহরের কালিপালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
জানাগেছে, শহরের কালিপাল মধুপুর রোডস্থ ভুঁইয়া মার্কেটের ব্যবসায়ী জিয়া উদ্দিনের কাছে চাঁদাদাবি করেন হাসান মাহমুদ নামে এক চাঁদাবাজ। দাবিকৃত চাঁদা না দেয়ায় শনিবার বিকালে দোকানে গিয়ে ওই ব্যবসায়ীকে মারধোর করে চাঁদাবাজ হাসান (৪৫) ও তার সহযোগী সিফাত (২৬) ও সায়েম (২২)।
ঘটনাস্থল থেকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসি গণপিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ করেন।
চিকিৎসাধিন অবস্থায় সন্ধায় ফেনী সদর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ব্যবসায়ী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কালিপালের ফরিদ ভুঁইয়ার ছেলে।
নিহতের ভাই মইন উদ্দিন জানান, দাবিকৃত চাঁদা না দেয়ায় জিয়া উদ্দিনকে হত্যা করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ফেনী সদর উপজেলার হাসান মাহমুদ, ছাগলনাইয়ার মোহাম্মদ মোস্তফার ছেলে সিফাত (২৬) ও ছাগলনাইয়ার রানিরহাট গ্রামের আবু বক্করের ছেলে সায়েম (২২) কে আটক রাখা হয়েছে। তারা নিজেরদেরকে মিডিয়াকর্মী ও মানবাধিকার কর্মী পরিচয় দিচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]