
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
শনিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে ইপিজেড মোড়ে শুরু হওয়া বিক্ষোভে কয়েকশ শ্রমিক অংশ নেন। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সবশেষ বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এক্সেস শিওর নামে একটি কারখানার প্রায় ৪০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। এর প্রতিবাদে প্রায় ২০০ থেকে ২৫০ শ্রমিক সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করছিল। দুপুর ২টার দিকে তারা ইপিজেড মোড়ে এসে সড়কে অবস্থান নেয়।
তিনি বলেন, বিক্ষোভকারীরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]