
পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শনিবার (২৯ মার্চ) বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী উপজেলা শাখার উদ্যোগে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় ছাত্রদলের সভাপতি সোয়াইব সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদসহ জেলা ও উপজেলার বিএনপি, যুবদল. সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তরা অবিলম্বে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার (২৮ মার্চ) রাতে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সামনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন-এর ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় কাউখালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাসেল রাঢ়ী এবং তার ভাই যুবলীগের নেতা রহমত রাঢ়ীর নেতৃত্বে একদল যুবক তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন,ছাত্রদল নেতা মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদলকর্মী নাইম আকন, স্বেচ্ছাসেবক দলকর্মী মেহেদী হাসান ও অটোরিকশাচালক কাওসার হোসেন আহত হয়।
এরপর স্থানীয়রা হামলায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ এ ঘটনায় শামীম রাঢ়ী নামে একজনকে গ্রেফতার করেছে।
বিবার্তা/রবিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]