
সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রায় ১১ হাজার ১শ ৭০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
১৫ মার্চ, শনিবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ৬-১১ মাস ও ১১-৫৯ মাস বয়সের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য মা-বাবা তাদের আদরের শিশু সন্তানদের হাসপাতালে নিয়ে আসছেন।
এসনয় শিশু নাবিলা কে ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসা মা শামীমা আক্তার বলেন, শুনেছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিশুদের বেড়ে ওঠা এবং বিকলাঙ্গ না হওয়ার জন্য এটি অত্যাবাশক। রমজান মাস তাই সকাল সকালই এসেছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে দ্বায়িত্বরত সেবিকা (নার্স) বলেন, ৬-১১ মাস বয়সের শিশুদের নীল ও ১১-৫৯ মাস বয়সের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই কেন্দ্রে সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত নীল ক্যাপসুল খাওয়ানো হয়েছে ৮ জন ও লাল ক্যাপসুল খাওয়ান হয়েছে ৬৮ জন শিশুকে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ বলেন, হাকিমপুর উপজেলার ১ টি পৌরসভা ও তিনটি ইউনিয়নে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন হাসপাতাল সহ ৯৭টি কেন্দ্রে মোট ১১ হাজার ১শ ৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যা
পসুল খাওয়ানো হবে। এদের মধ্য ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১ হাজার ২শ ১০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৯শ ৬০জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]