
চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চকো প্লাসসহ নেশাজাতীয় ট্যাবলেট, অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছ।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে ৪ টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৩ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে বিজিবির অভিযান চলাকালে দু’জন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের মোটর সাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৪টি বিদেশি পিস্তুল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবির সদস্যরা।
অপরদিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আজমতপুর বিওপির বিজিবি সদস্যরা রবিবার দিবাগত রাত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৩ টায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তের বাংলাদেশের অভ্যান্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৭২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নেশাজাতীয় ট্যাবলেটসহ ফেন্সিডিল এর বিকল্প হিসেবে নতুন নতুন মাদক চোরাচালান হচ্ছে, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]