ফেনীতে
২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৫:৪২
২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।


১৫ মার্চ, শনিবার ভোরে একটি সিএনজি চালিত অটোরিকশায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা রুজু করে ধৃতদের ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর মিডিয়া উইং।


জানা গেছে, কতিপয় মাদক কারবারি অটোরিকশা যোগে মাদক বিক্রয়ের জন্য চট্টগ্রামের বারৈয়ারহাট থেকে কুমিল্লার দিকে নিয়া যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৪ মার্চ) মধ্যরাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনীর লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। ভোরে র‌্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে, না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা অটোরিকশাটি ধাওয়া দিয়ে ধরতে সক্ষম হয়। উক্ত গাড়ি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার এবং ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতাকৃতরা হলেন, কক্সবাজারের সৈয়দ আলম মেম্বারের মেয়ে মোসাৎ মরিয়ম (৪৫), মীর আহম্মদের ছেলে মোঃ শামিম (৩৪), কুমিল্লার তৈয়ব উল্লাহর ছেলে হেদায়েত উল্লাহ সবুজ (৩২) ও আবু ইউসুফের ছেলে জুনায়েদ হোসেন লিমন (১৮)। উদ্ধারকৃত মাদকের বাজারমুল্য প্রায় ১০ লক্ষ টাকা।


র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার সাদেকুল ইসলাম বলেন, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় ডিলারদের কাছে সরবরাহ করে। তাদের কাছ থেকে মাদক পাচার কাজে ব্যবহার করায় একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com