লামায় বেইলী ব্রিজ ভেঙ্গে পাহাড়ি ঝিরিতে
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২১:৫৯
লামায় বেইলী ব্রিজ ভেঙ্গে পাহাড়ি ঝিরিতে
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় আজিজ নগর-গজালিয়া সড়কের চেয়ারম্যান লেকের সামনের বেইলী ব্রিজ ভেঙে পাহাড়ি ঝিরিতে পড়ে গেছে। অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পার গাড়ি পারাপারের কারণে ব্রিজটি ভেঙ্গে যায়। এতে বন্ধ হয়ে যায় আজিজ নগর-গজালিয়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল।


৭ মার্চ, শুক্রবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন বলে জানান চেয়ারম্যান লেক এর পরিচালক তৌহিদুল ইসলাম ইসলাম রিয়াদ।


ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় ভুক্তভোগী রশি চন্দ্র ত্রিপুরা, আমির হোসেন ও মাসুদ পারভেজ রুবেলসহ অনেকে। তারা বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন পর্যটক সহ হাজার হাজার স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ স্থানীয়রা চলাচল করেন।


ব্রিজ ভেঙ্গে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন,জনসাধারণের কথা চিন্তা করে ভেঙ্গে যাওয়া ব্রিজটি দ্রæত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com