
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনটি ফার্মেসি দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
৬ মার্চ, বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
আদালত সূত্র জানায়, এদিন দুপুরে উপজেলা সদরের হাসপাতাল চত্বরে বিভিন্ন ওষুদের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে সতর্কতাবশত ফার্মেসির মালিক ওসমান গনি রতনকে তিন হাজার,মেহেদি হাসানকে তিন হাজার এবং মোছা. সাম্মি আক্তারকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসময় ওষুধ পরিদর্শক নওগাঁ জেলা কার্যালয়ের ওষুধ প্রশাসন কর্মকর্তা তোফায়েল আহম্মেদ ও রাণীনগর থানাপুলিশ উপস্থিত ছিলেন।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]