
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫০ বোতল স্কপ সিরাপ, ২ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি এপাচি মোটর সাইকেল আটক করেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয়নগর উপজেলার ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর টাওয়ারের মোড় টু কদমতলী বাজার পাকা সড়কের মঙ্গল মিয়ার বাড়ীর দক্ষিণ পাশ পাকা রাস্তার উপর ৫ মার্চ ২৩.২০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র) মোঃ নুরুন্নবী ও সঙ্গীয় ফোর্সসহ অত্র এলাকায় মাদক বিরোধী অভিযান করা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হরমুজ আলী (৩৭) পিতা রহুল আমিন, মোঃ কামরুল ইসলাম মন্টু (৩৪) পিতা রহিম বাদশা উভয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পশ্চিম কালাছড়া গ্রাম।
১৫০ বোতল স্কপ সিরাপ, ২ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি এপাচি মোটর সাইকেল ফেলে রেখে অজ্ঞাত স্হানে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী ঘটনাস্হল থেকে এসব আলামত জব্দ করা হয়।
উক্ত বিষয়ে মামলার রুজু কাজ প্রতিক্রিয়াধীন।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]