পঞ্চগড় বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০০:৩২
পঞ্চগড় বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায় রাখতে পঞ্চগড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসকের মনিটরিং টিম।


৫ মার্চ, বুধবার দুপুরে শহরের কাচাবাজার আরদ ও খুচরা বাজারের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। মনিটরিং টিমের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম.এম. ইমাম রাজিব টুলু মূল্যতালিকা আপডেট না থাকার কারণে রিয়াদ সবজি ভান্ডারকে এক হাজার টাকা ও পাইকারি ক্রয় রশিদ না থাকার কারণে মােখলেছ ডিম স্টােরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি।


অভিযান পরিচালনাকালে তিনি বলেন, জেলা প্রশাসনর মনিটরিং টিমের পাশাপাশি একটি ট্রাক্সফাের্স কমিটি আছে, নিারাপদ খাদ্য আছ, কষি বিপপণ বিভাগ আছে,ভােক্তা আধিকার সংরক্ষণ কমিটি, ক্যাবের সদস্য, ছাত্র সকলে মিলে আমরা পুলিশের সহায়তায় পঞ্চগড় শহরের বিভিন গুরুত্বপূর্ণ বাজারসহ যারা স্টক করে রাখে মালামাল তাদের বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করছি। বাজারে যাতে এই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কােনভাবেই বৃদ্ধি না পায়। মানুষের হাতের নাগালে থাকে। সহজলভ্যে সরবরাহ যাতে নিরবিছিন্ন থাকে জেলা প্রশাসন প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন গুরুত্বপূর্বাণ বাজারগুলােতে অভিযান পরিচালনা করছেন।


বাজারে দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেল উধাও সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে যে তিনজন ডিলার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি আগামী দুই তিন দিনের মধ্যে বাজারে তেল স্বাভাবিক হবে বলে জানান তিনি।


এসময় মনিটরিং টিমের সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রট আরিফ হাসন চৌধুরী, সারােয়ার আলম,সােহেল রানা, ক্যাবর সাধারণ সম্পাদক নাজিম উদ্দন, ছাত্র সম্বয়ক মােকাদ্দেছুর রহমান সানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


অপরদিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে ট্রাকে করে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু করেছে জেলা প্রশাসন। তারই ধারাবহিকতায় বুধবার দুপুরের পর থেকে পৌর সভার সরকারি অডিটোরিয়াম মাঠে চার’শ মানুষের মাঝে ৪৫০ টাকা প্যাকেজ মূল্যে দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছােলা বিক্রয় শুরু হয়েছে। প্রতিদিন বিভিন্ন পয়েন্টে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রয় চলমান থাকবে বলে জানা যায়।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com