
নাটোরের সিংড়ায় সেবা মেডিক্যাল কমপ্লেক্স এ আবারও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সরকারী নির্দেশনা উপেক্ষা করে সিলগালা ভেঙ্গে গোপনে চিকিৎসা সেবাসহ অপারেশন কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পুনরায় সিলগালা করা হয়।
৫ মার্চ, বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির প্রেক্ষিতে সকল কার্যক্রম বন্ধসহ ক্লিনিক সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
জানা গেছে, গত ২৫ আগস্ট সেবা মেডিক্যাল কমপ্লেক্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উপজেলার উদিশা গ্রামের জাহিদ হোসেন তার প্রসূতি স্ত্রীর চিকিৎসা সিজার অপারেশনে কতিপয় চিকিৎসক, নার্স ও ব্যাবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ এর বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ক্লিনিকে অপারেশনের জন্য সার্জন এবং এ্যানেসথেটিস্ট অংশগ্রহণ ছাড়াই এবং তাদের বিনা অনুমতিতে অপারেশন কার্যক্রম করেন। তার অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন ক্লিনিক বন্ধের নির্দেশনা প্রদান করেন। পরে অপচিকিৎসার অভিযোগে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট গোলাম রব্বানী সরদার ক্লিনিকটি সিলগালা করেন।
সুত্রে আরো জানা যায়, ৬ মাস পার না হতেই গোপনে সিলগালা খুলে চিকিৎস্যা কার্যক্রম শুরু করেন হারুনুর রশিদ। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রতিষ্ঠানটি পরিচালনা বন্ধ রাখার জন্য সিভিল সার্জন নাটোরকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে নির্দেশ দেন। সিভিল সার্জনের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লিনিকটি পুনরায় সিলগালা করেন।
ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদকে ফোনে পাওয়া যায়নি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারী নিষেধ অমান্য করে গোপনে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করার খবর পেয়ে অভিযান করে পুনরায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের পরিচালকসহ সকলে পালিয়ে যায়।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]