
পবিত্র রমজানের কারণে কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব হবে সীমিত পরিসরে। তবে এবারের লালন স্মরণোৎসবে লালনের মাজার ও আশপাশের এলাকায় গাঁজা ও মাদক সেবন এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানিয়েছেন, স্মরণোৎসবকে কেন্দ্র করে যদি কেউ মাদক সেবন বা বিক্রির চেষ্টা করে, তাহলে প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
৫ মার্চ, বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালন স্মরণোৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বাউল ফিরোজ সাঁই, রাজ্জাক সাঁই, শফি সাঁই, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, নাগরিক প্রতিনিধি আলমাস হোসেন মামুনসহ জেলার অন্যান্য গণমাধ্যম কর্মী।
সভায় জানানো হয়, প্রতিবছর লালন একাডেমির আয়োজনে দোল পূর্ণিমায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব উদযাপিত হয়। তবে এবার পবিত্র রমজান মাসের কারণে উৎসবের সময়সীমা কমিয়ে একদিন করা হয়েছে। ফলে, এবারের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা থাকছে না।
লালন একাডেমির পক্ষ থেকে আগামী ১৩ মার্চ সন্ধ্যায় ও রাতে বাউল ভক্ত, সাধু ও ফকিরদের বাল্যসেবা প্রদান করা হবে। তবে পরদিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিররা নিজ উদ্যোগে পূর্ণসেবা গ্রহণ করবেন।
উল্লেখ্য, বাউল সম্রাট লালন ফকির শাহ্ তার জীবদ্দশায় দোল পূর্ণিমার তিথিতে ভক্ত ও অনুসারীদের নিয়ে স্মরণোৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমায় লালন ভক্ত, অনুসারী ও বাউলরা এ উৎসব উদযাপন করে থাকেন। এবারের স্মরণোৎসব সীমিত পরিসরে হলেও এর আধ্যাত্ম ও গুরুত্ব অক্ষুন্ন থাকবে বলে আয়োজকদের আশা।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]