
বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় মাত্রাতিরিক্ত ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করেন আইন অনুষদের শিক্ষার্থীরা।
এ সময় অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার সাথে সামঞ্জস্য রেখে ফি কমানোর দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট আবেদনের জন্য ১০৮০ টাকা দিতে হয়েছে। এদিকে আবারো পরীক্ষায় ফি হিসেবে ৪০২০ টাকা দিতে হচ্ছে। একদিনে বেকারত্বের অভিশাপ অন্যদিনে অতিরিক্ত ফি এর চাপে আমদের নাকাল হতে হয়। তাছাড়া আমাদের অনেকেরই আবেদন ফি এর টাকায় এক মাসের খরচ চলে যায়। আমরা অনতিবিলম্বে বিসিএস সহ অন্যান্য পরীক্ষার ফি এর সাথে সামঞ্জস্য রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করার দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে গনঅভ্যূত্থান হওয়ার পরেও আমরা বৈষম্য থেকে বের হতে পারিনি। এই বৈষম্য থেকে আমরা মুক্ত হতে চাই। অবিলম্বে বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানো না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।
বিবার্তা/জায়িম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]