
বিভিন্ন দাবিতে প্রায় দুই ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের পর প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা।
সোমবার (৩ মার্চ) দুপুর ১২ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে তারা মহাসড়ক অবরোধ ছেড়ে দেয়।
সাভার শিল্পপুলিশ জানায়, পিস রেট বৃদ্ধি ছুটির টাকা সময় মত পাওয়া ও শ্রমিকদের সাথে মালিকপক্ষের খারাপ ব্যবহারের প্রতিবাদে সকাল দশটায় ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকা অবরোধ করে রাখেন নামা গেন্ডা এলাকার ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রায় তিন হাজার শ্রমিক । এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে । পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে দুপুর ১২ টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে এঘটনায় পাশের একটি তৈরি পোশাক কারখানা আনলিমা টেক্সটাইল কারখানায় ভাঙচুর চালানোর অভিযোগে জিজ্ঞাসাবাদ এর জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]