
বিভিন্ন দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে ডাইনামিক সোয়েটার তৈরির কারখানার শ্রমিকরা। এতে করে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৩ মার্চ ) সকাল ১০টা থেকে তারা ঢাকা আরিচা মহাসড়কের উলাইল এলাকা অবরোধ করে রাখেন। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এ যানজট সৃষ্টি হয়েছে। সড়ক ব্যবহারকারী পড়েছে চরম দুর্ভোগে।
শিল্প পুলিশ জানায়, বিভিন্ন দাবিতে সকাল ১০টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকা অবরোধ করে রাখেন নামা গেন্ডা এলাকার ডাইনামিক সোয়েটার কারখানার শ্রমিকরা। অবরোধে যোগ দেন কারখানাটির প্রায় তিন হাজার শ্রমিক। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এদিকে সেখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানবাহন প্রস্তুত রয়েছে।
এর আগে গতকাল সেখানে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন প্রতিক অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে। এঘটনায় সেখানে আশেপাশের কয়েকটি কারখানায় শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।
বিবার্তা/বাশার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]