ছিনতাইকারী চক্রের প্রধান কসাই কাকনসহ গ্রেফতার ২
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৯:২৩
ছিনতাইকারী চক্রের প্রধান কসাই কাকনসহ গ্রেফতার ২
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে চিহ্নিত ছিনতাইকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের প্রধান কসাই কাকনসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর বাহিনীর একটি অভিযানিক দল।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ছোলনা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে ছিনতাইকৃত একটি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার ছোলনা গ্রামের মো. কবির মিয়ার ছেলে কাকন মিয়া ওরফে কসাই কাকন (৩৫) ও তার সহযোগী চতুল গ্রামের মো. কাউসার মোল্যার ছেলে মাসুদ মোল্যা পিজু।


পুলিশ সূত্রে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী কসাই কাকনের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, অবৈধ দখল, হামলা, মারধরসহ কয়েকডজন অভিযোগ রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বোয়ালমারী রেলস্টেশন এলাকা থেকে উপজেলাধীন কাদিরদী কলেজের চার শিক্ষার্থীর নিকট থেকে অস্ত্র ঠেকিয়ে দু’টি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ২/৩জন ছিনতাইকারী।


এ ঘটনায় কাদিরদীগ্রামের ভুক্তভোগী শিক্ষার্থী নাফিজ ইকবালের বড়ভাই মো. সোবহান বিশ্বাস বুধবার (২৬ ফেব্রুয়ারি) বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কসাই কাকন ও তার সহযোগীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে পরদিন বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর পক্ষে কাদিরদী বাজারে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ছিনতাইকারীদের গ্রেফতারে জোর দাবি জানান তারা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ থাকায় দুইপাশে প্রায় আধা কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।


সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর মধ্যস্থতায় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়ার পর ছিনতাইকারী চক্রকে গ্রেফতারে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও বোয়ালমারী থানা পুলিশ।


বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনীর অভিযানে কসাই কাকন ও তার সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com