
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত ৩ টা ৮ মিনিটে পাঁচ সেকেন্ড স্থায়ী এই কম্পন জেলার বিভিন্ন স্থানে অনুভূত হয়। তবে এ জেলায় ভূকম্পন মাপার যন্ত্র না থাকায় এর মাত্রা জানা যায়নি।
ঠাকুরগাঁও শহরের কয়েকজন বাসিন্দা জানায়, হঠাৎ রাত ৩টা ৮ মিনিটে মাটি কেঁপে ওঠে। অনেকে আতঙ্কে ঘরের ভেতর থেকে বাইরে চলে আসেন। কম্পনটি ৪ থেকে ৫ সেকেন্ড স্থায়ী ছিল বলে জানান তারা।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পে জেলার কোথাও থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল তা জানা সম্ভব হয়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]