
দীর্ঘদিন পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে মাস্ক মিলন (বাঙ্গি) ফল। আমদানিকারকরা বলেন দেশের বাজারে চাহিদা থাকায় ভারত থেকে এই ফল আমদানি করেছেন বন্দরের আমদানিকারকরা। মাস্ক মিলন আমদানির ফলে সরকারের রাজস্ব বৃদ্ধির সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের আয় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে প্রায় ৮ টন ৭শ কেজি মাস্ক মিলন নিয়ে একটি চালান দেশে প্রবেশ করে। ভারত থেকে মাস্ক মিলন আমদানি করেছেন হিলি বন্দরের রোশনি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
এর আগে ১০ এপ্রিল ২০২৩ হিলি স্থলবন্দর দিয়ে মাস্ক মিলন আমদানি হয়। এরপর দীর্ঘ দিন বন্ধ থাকার পরে আজ আবারও হিলি স্থলবন্দর দিয়ে মাস্ক মিলন হয়েছে।
আমদানিকারকের প্রতিনিধি ওয়াহেদুর রহমান রিপন বলেন, আসন্ন রমজান মাসে দেশে বিভিন্ন ধরনের ফলের বাড়তি চাহিদা থাকে। সে চাহিদার কথা বিবেচনা করে আজ বছরের প্রথম বারের মতো ভারত থেকে মাস্ক মিলন আমদানি করা হয়েছে। প্রথম চালানে ৮ টন ৭শ কেজি মাস্ক মিলন আমদানি হয়েছে।
এইসব মাস্ক মিলন ফলটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]