খানসামায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮
খানসামায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্ভয় ফাউন্ডেশন দিনাজপুরের আয়োজনে উপজেলার শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে প্রতিষ্ঠানটির হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্ভয় ফাউন্ডেশন দিনাজপুর জেলা টিমের কো-অর্ডিনেটর জে.আর. জামান, কবি ও সংগঠক রাগিব বি.কে. চৌধুরী, নির্ভয় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক লিটন ইসলাম, নাঈম হাসান, রায়হান ইসলাম, আশরাফুল রিফাত, পঙ্কজ দাস সহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।


কবি ও সংগঠক রাগিব বি.কে. চৌধুরী বলেন, নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।


নির্ভয় ফাউন্ডেশন দিনাজপুর টিমের কো-অর্ডিনেটর জে.আর. জামান বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতনতার মাধ্যমে একটি সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব।


অনুষ্ঠানে বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


বিবার্তা/জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com