কালিহাতী প্রেসক্লাবে দুষ্কৃতিকারীদের হামলা-ভাঙচুর
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪
কালিহাতী প্রেসক্লাবে দুষ্কৃতিকারীদের হামলা-ভাঙচুর
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ভাঙচুর করছে বলে অভিযোগ উঠেছে। এসময় প্রেসক্লাবে থাকা নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে এমন অভিযোগ তুলেছেন প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত এবং সাধারণ সম্পাদক মুশফিকুর মিল্টন।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।


ক্ষোভ প্রশাক করে প্রেসক্লাবের অনেক সদস্য জানায়, গত বছর ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন-এরা হলেন রশীদ আহম্মেদ আব্বাসী, রঞ্জন কৃষ্ণ পণ্ডিত,তারেক আহমেদ ও দাস পবিত্র। এদের মধ্যে রঞ্জন কৃষ্ণ পণ্ডিত ৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। দ্বিতীয় হন দাস পবিত্র তৃতীয় হন রশীদ আহমেদ আব্বাসী, চতুর্থ তারেক আহমেদ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মুশফিকুর মিল্টন ও বাদশা মিয়া এবং সুমন ঘোষ। এদের মধ্যে মুশফিকুর মিল্টন বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই পরাজিত প্রার্থীদের মধ্যে শুরু হয় নানা ষড়যন্ত্র একমাসের ব্যবধানে গড়ে তুলেন রিপোর্টার্স ইউনিটি নামে একটি সংগঠন। সম্প্রতি কালিহাতী প্রেসক্লাবে বিএনপির এক নেতা মতবিনিয় করলে প্রেসক্লাব নিয়ে পরাজিতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটূক্তি করেন এবং অনলাইনে সংবাদ করেন,যাহা প্রেসক্লাবের সংবিধান পরিপন্থি। এরই প্রেক্ষিতে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক রশীদ আহম্মেদ আব্বাসী, আনিছুর রহমান শেলী ও মিজানুর রহমান শামীমকে কারণ দর্শানোর নোটিশ দেন। তারা নোটিশের কোন প্রকার জবাব না দিয়ে প্রেসক্লাবের সভাপতি-সম্পাদককে নিয়ে নানা অশ্লীল- অকথ্য বাক্য প্রদান করেন। পরপর তিনটি নোটিশের জবাব না দেওয়ায় কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের সদস্যপদ স্থগিত ঘোষণা করেন। এই আক্রোশে স্থানীয় বিএনপির নেতাদের ভুল বুঝিয়ে ও কালিহাতী যুবদলের বহিষ্কৃত নেতা সাবেক পৌর মেয়র আ. জব্বারের ছেলে রফিকের নেতৃত্বে বুধবার সকালে উপজেলার গ্রন্থাগারে ২য় তলায় অবস্থিত প্রেসক্লাবের তালা ভেঙে ফেলে । এসময় দুষ্কৃতিকারীরা প্রেসক্লাবের গুরত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ টাকা লুট করে নেয়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, আউলিয়াবাদের বিতর্কিত সাংবাদিকরা কিছু বখাটে ও নেশাখোর লোকদের সাথে নিয়ে এসে প্রেসক্লাবের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে নেশাখোর ছেলেরা প্রেসক্লাবের মালামাল লুট করে নিয়ে যায়।


এ বিষয়ে প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মুশফিকুর মিল্টন জানান, খবর পেয়ে দ্রুত প্রেসক্লাবে গিয়ে দেখি তালা ভাঙা। ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো ও প্রায় ৪৪ হাজার টাকা লুট হয়েছে।


কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত জানায়, প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র তাদের পরাজিত হওয়ার পর থেকেই। সম্প্রতি তাদের সদস্যপদ স্থগিত করার পর আরও বেপরোয়া হয়ে উঠেন। বুধবার সকালে স্থানীয় নেশাখোর ছেলেদের নিয়ে রশীদ আব্বাসী,মনিরুজ্জামান মতিনের নেতৃত্বে প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com