বাগেরহাটে অস্ত্রসহ ৭ ডাকাত আটক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪
বাগেরহাটে অস্ত্রসহ ৭ ডাকাত আটক
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের রামপাল খেয়াঘাট এলাকা থেকে ২টি একনলা বন্দুক, ৩টি রামদাসহ কুখ্যাত হান্নান বাহিনীর ৭জন জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা।


বৃহস্পতিবার (২৭জানুয়ারি) বিকাল ৫ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।


কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন যাবত সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে রামপাল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে হান্নান বাহিনীর প্রধান সহ ৭ জন জলদস্যুকে অস্ত্র সহ আটক করা হয়।


এসময়ে জলদশুদের কাছ থেকে ২টি এক নলা বন্দুকসহ ৩টি রামদা উদ্ধার করা হয়। আটককৃত জলদস্যুরা হলো হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখ, দলের সদস্য রেজাউল শেখ, শেখ কামাল উদ্দিন, সুরত মল্লিক, আবু তালেব খান, হোসেন আলী শেখ, হাবিবুর রহমান। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।


জব্দকৃত সকল আলামতসহ আটককৃত জলদস্যুদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com