ঝিনাইদহে আগুনে পুড়ে ১২ বিঘা পানের বরজ ছাই
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৬
ঝিনাইদহে আগুনে পুড়ে ১২ বিঘা পানের বরজ ছাই
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রায় ১২ বিঘা জমির পানের বরজ আগুনে ভষ্মিভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ জন পানচাষী।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশেই পানের বরজে হঠাৎ করেই এই আগুন লাগে। পরে স্থানীয়রা সহ ফায়ার সার্ভিসের ১টি ইউনটি আগুন নিয়ন্ত্রনে আনে।


ক্ষতিগ্রস্তরা হলেন- উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তবাপুর গ্রামের হারুন গাজির ছেলে আমজেদ আলি, আমজেদ আলীর ছেলে গফফার আলি,আমজেদ আলির ছেলে হান্নান, নওয়াব আলীর ছেলে আরিফ, আকরাম হোসেনের ছেলে আশরাফুল,হারুন গাজির ছেলে আনসার গাজি ও বজলুর রহমানের ছেলে শিমুল হোসেন।


স্থানীয়রা জানায়, সকালে বরজে কোথা থেকে কিভাবে আগুন লাগলো কিছুই জানি না। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েক মিনিটে সবকিছু ছাই হয়ে গেছে। এতে ৭ জন চাষির প্রায় ১২ বিঘার মত জমির পানের বরজ পুড়ে গেছে। ৭ জন চাষীর প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


ক্ষতিগ্রস্ত কৃষক আমজেদ আলি বলেন, আমরা নিঃশ্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোন কিছু অবশষ্টি নেই। বরজে সব ধরন্ত পান ছিল। সববরজ নতুন করে তৈরি করতে হবে।


এ বিষয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com