
শালিখা (মাগুরা) প্রতিনিধি
তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসভায় স্থানীয় সরকার'' এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়৷ এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মনীষা কর্মকার,উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শোয়েব মোহাম্মদ,ইউডিএফ কর্মকর্তা মো. ইবাদ আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নায়েব আলী বিশ্বাস, ইউপি সচিব মো. আব্দুর রহমান, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সংগঠক আমিরুল ইসলাম আবির, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফেজ মাওলানা ওসমান গণী সাঈফী, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. ইলিয়াজ প্রমুখ৷ সভায় স্থানীয় সরকারের বিভিন্ন কর্যক্রম নিয়ে আলোচনা হয়৷
বিবার্তা/মনিরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]