
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশবাসীকে আরো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আন্দোলন শেষ হয়ে যায়নি, এখনো সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করেই চলছে।
তিনি শনিবার (২২ ফেব্রুয়ারি) নরসিংদী শহরের কাউরিয়াপাড়াস্থ ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, জিয়াউর রহমান এদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং সাম্য প্রতিষ্ঠা করেছেন। তারই সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে এ দেশের ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে।
তিনি আরো বলেন, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, বাংলাদেশী জাতীয়তাবাদী ভিত্তিতে রক্ষা করতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো কিছুর বিনিময়ে আমাদের রক্ষা করতে হবে। সে জন্য জাতীয়তাবাদী সৈনিকদের ঐক্যের প্রয়োজন। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়।
নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনুজীর আহমেদ টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, লে. কর্নেল (অব.) মো. জয়নুল আবেদীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রোকেয়া আহমেদ লাকী, পিপি আব্দুল বাছেদ ভূইয়া, বিএনপি নেতা হারুন অর রশিদ হারুন, আকবর হোসেন, আবু সালেহ চৌধুরী, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, ইলিয়াছ আলী ভূইয়া, ফারুক উদ্দিন ভূইয়া, আমিনুল হক বাচ্চু, মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]