সারাদেশ
হিলিতে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৭:১৩
হিলিতে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে সরকারিভাবে চলতি মৌসুমের বোরো ধান, চাল সংগ্রহ শুরু হয়েছে।


সোমবার (১৯ মে) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।


এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদা বানু, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, হিলি খাদ্য গুদামের কর্মকর্তা সাজেদুর রহমান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে উপস্থিত ছিলেন।


খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৫৪৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা কেজি দরে ৪০৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।


এদিকে কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, বর্তমান বোরো ধান সরকারিভাবে সংগ্রহের যে দাম রয়েছে ৩৬ টাকা কেজি দর ও ১৪৪০ টাকা মন। এতে যদি সরকারি খাদ্য গুদামে ধান দেওয়া যায় সেক্ষেত্রে তারা লাভবান হবেন।কিন্তু বিগত বছরগুলোতে তারা গুদামে ধান দিতে পারেনি।


তারা আরও অভিযোগ করে বলেন,তারা সব সময় সেন্ডিকেটের কবলে পরেন। কৃষকরা যে ধান দেওয়ার জন্য কার্ড পায় সেই কার্ড সেন্ডিকেটেরা নিয়ে গুদামে ধান বিক্রি করেন।এছাড়াও কৃষকেরা গুদামে ধান দিতে আসলে অনেক হয়রানির শিকার হতে হয় বলে দাবী কৃষকদের।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com