অপারেশন ডেভিল হান্টে
সিংড়ায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২০
সিংড়ায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিস চত্বর থেকে চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল­াকে আটক করা হয়।


বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাতে আটককৃত ২ জনকে আদালতে পাঠানো হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান স্বপন মোল্লা, হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা।


সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ ও ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর দিকে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল­াকে এখনো কোনো মামলায় আটক দেখানো হয়নি।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com