
পরিবেশ বান্ধব উপকরণ হিসেবে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. আব্দুল্লাহ আল মামুন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে প্লাস্টিক পণ্যের ব্যবহার। প্লাস্টিক বর্জ্য দেশের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইলের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন কবির প্রমুখ।
বিবার্তা/বাবু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]