
দিনাজপুরের হিলি সীমান্তে রেল ব্রিজের সংস্কার কাজে বাঁধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফের মাঝে বৈঠক অনুষ্ঠিত হলেও সিদ্ধান্ত না আসায় সংস্কার কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
গত ১০ ফেব্রুয়ারি এই রেল লাইন ব্রিজের সংস্কার কাজ করতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষকে বাঁধা দেয় বিএসএফ। পরে ৬দিনেও কোনো সমাধান মিলেনি। উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগের একমাত্র রুট এটি।
হিলি সিপি এলাকার স্থানীয় বাসিন্দা মো. উজ্জ্বল হোসেন বলেন, আমরা সীমান্ত এলাকায় বসবাস করি। আমাদের সীমানায় আমরা কাজ করবো বিএসএফ কেন বাধা দেয় বুঝি না। গত কয়েক দিন আগে এই রেল লাইন ব্রিজের কাজ শুরু করলে বিএসএফের বাঁধায় কাজ বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।
মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হিলি রেলওয়ের একজন কর্মচারী বলেন, ঘটনা সত্য। আমরা ব্রিজের সংস্কার কাজ করতে গিয়েছিলাম বিএসএফ বাঁধা দিয়েছে। আপাতত কাজ বন্ধ রয়েছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]