পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানে ৩ দিনে আটক ১০
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫১
পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানে ৩ দিনে আটক ১০
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় জেলায় ডেভিল্ট হান্ট অপারেশনে গেল ১০ তারিখ থেকে বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারি) পর্যন্ত তিন দিনে মোট ১০ জনকে আটক করা হয়েছে৷


এর মধ্যে পঞ্চগড় সদর থানায় ২ জন। এরা হলেন সদর উপজেলার হাড়িভাসা ঢাঙ্গীপুকুরী এলাকার নাবিউল ইসলামের পুত্র সেলিমুর রহমান ওরফে সেলিম(৩০) ও দর্জিপাড়া এলাকার আজির উদ্দীনের পুত্র আজগর আলী দুলাল(২৮)।


দেবীগঞ্জ থানায় ৩ জন। এরা হলেন, দেবীগঞ্জ উপজেলার অমরখানা গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র নুর হোসেন (৩৮), কাচারিপাড়া এলকার মৃত মহির উদ্দীন আহমেদ এর পুত্র তারেক হোসেন চানু ও সোনাহার নুল্লাপাড়া এলাকার রেজওয়ানুল হক পুলকের পুত্র রেজওয়ানুল খালেক সুইট(৩৯)।


তেুঁতুলিয়া থানায় ২ জন। এরা হলেন উপজেলার শতদল আদর্শ গুচ্ছ গ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের পুত্র মো. জুয়েল (২৯)ও মমিনপাড়া এলাকার মৃত আবুল খায়েরের পুত্র জসিম উদ্দিন(৪২)।


বোদা থানায় ২ জন। এরা হলেন উপজেলার ময়দানদিঘী পাথরাজ এলাকার মধুসুদন বর্মনের পুত্র দেবাশীষ বর্মণ(৩০) ও ময়দানদিঘী প্রধানপাড়া এলকার মৃত তমিজ উদ্দিনের পুত্র আব্দুল কাদের(৬০)।


ও আটোয়ারী থানায় ১জন। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার ছোটদাপ এলাকার মৃত পইম উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৫৫) কে আটক করেছে যৌথবাহিনী।


বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের পক্ষ থেকে পুলিশ মিডিয়া সেল, পঞ্চগড় একটি হোয়ার্টঅ্যাপ গ্রুপে এসব তথ্য জানানো হয়।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com