
হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে আলু চাষি ও আলু ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে আলু চাষি ও ব্যবসায়ী সমিতির ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে শুরু হলেও, একপর্যায়ে ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীরা রাস্তায় আলু ফেলে মহাসড়ক অবরোধ শুরু করেন। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা স্লোগান দেন"হিমাগারে অন্যায় ভাড়া বন্ধ করো" "কৃষকের রক্তচোষা বন্ধ করো"।
মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও।
বিক্ষোভকারীরা জানান, আগে প্রতি বস্তা আলুর হিমাগার ভাড়া ছিল ৩০০-৩৫০ টাকা, যা এবার বাড়িয়ে প্রতি কেজিতে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে একবস্তা ভাড়া ৫০০ টাকার বেশি হয়ে গেছে।
এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের লোকসানের শঙ্কা দেখা দিয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক হরিবাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু ও জামায়াত নেতা মো. জসিম উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জেমিয়ন রায় প্রমুখ।
বক্তারা বলেন, এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি কৃষকদের অস্তিত্ব সংকটে ফেলবে। অবিলম্বে ভাড়া কমানো না হলে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
বিক্ষোভের একপর্যায়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী ঘটনাস্থলে এসে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসে কৃষকরা অবরোধ তুলে নিলেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]