
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ কমিটির অনুমোদন দেন।
বুধবার (১২ই ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেইজে কমিটির ঘোষণা দেয়া হয়।
এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ও সদস্য সচিব- তামান্না খান।
এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক- আবু হুরায়রা, যুগ্ম সদস্য সচিব- এন. এম. উল্লাস, দপ্তর সম্পাদক- ফয়সাল মাহমুদ জয়, মিডিয়া সম্পাদক- মো. নিয়াজ মাখদুম, পাঠচক্র বিষয়ক সম্পাদক -কামরুল ইসলাম, শিল্প সাহিত্য বিষয়ক সম্পাদক -মো. ফুয়াদ হোসেন, পরিবেশ ও পর্যটন -মুনসাত নবীন এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে -ইসমাইল হোসেন কে দায়িত্ব দেয়া হয়।
আহ্বায়ক রকিবুল ইসলাম বলেন, প্রথমেই ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যকে জানাই ইনকিলাবি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মূল লড়াইটা হলো সাংস্কৃতিক আগ্রাসন ও সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে। ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সদা সোচ্চার থাকবে।
সদস্য সচিব তামান্না খান বলেন, ইনকিলাব মঞ্চ সর্বদা অন্যায়ের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে থাকবে। সমস্ত আধিপত্যবাদ এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এ লড়াই চলবে। বাংলাদেশকে সকল ষড়যন্ত্র, আধিপত্যবাদ ও আগ্রাসন মুক্ত রাখতে আমরা সদা বদ্ধপরিকর।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই ইনকিলাব মঞ্চের লক্ষ্য। মানুষের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
বিবার্তা/মহসিন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]