
ময়মনসিংহের গৌরীপুরে ডেভিল হান্ট অভিযানে একজনসহ ৬ জনকে গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। রবিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডেভিট হান্ট-১, সন্দেহ ভাজন-৩, নিয়মিত মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেফতার করা হয়।
১০ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর থানা সূত্রে জানা যায়, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে উপজেলার অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিন অভিযানে নিয়মিত মামলায় আসামি শামছুদ্দিন (৫৫), ওয়ারেন্টভুক্ত আসামি শহীদ মিয়া ও সন্দেহভাজন হিসেবে খালেক মিয়া (৪৫), হারুন (৪০) ও রবিনকে (২৫) আটক করেছে পুলিশ।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার জানান, ডেভিল হান্টের অভিযানে একজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে, কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের তাৎক্ষণিক গ্রেফতার করা হবে।
বিবার্তা/হুমায়ুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]