
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ছাত্রলীগের অপতৎপরতা বন্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল হয়েছে।
৭ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা শাখা এই মশাল মিছিলের আয়োজন করে।
শহরের ফৌজদারী মোড় থেকে মশাল মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী আশেক মাহমুদ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সিনিয়র যুগ্ম আহবায়ক আফরিন জাহান আখি, জাতীয় নাগরিক কমিটি জামালপুরের প্রতিনিধি আরাফাত হোসেন শাকিলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে, তা না হলে আন্দোলন গড়ে তোলা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অপতৎপরতা বন্ধে এবং চিহ্নিতদের গ্রেফতারে প্রশাসনের কাছে দাবি জানান তারা।
বিবার্তা/ওসমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]