
জামালপুরের সরিষাবাড়ীতে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাক আহমেদ মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চান মিয়া চানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা যুবদলের সদস্য আনোয়ার ইসলাম বাবুল, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান তালুকদার সহ স্থানীয় সুধীজন। পরে শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]