কুকুর আতঙ্কে গ্রামবাসী, ৩ দিনে আহত ২০
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩
কুকুর আতঙ্কে গ্রামবাসী, ৩ দিনে আহত ২০
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের লক্ষিপুর গ্রামে গত তিন দিনে কুকুরের কামড়ে আহত হয়েছেন প্রায় ২০ জন। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী।


ঝিনাইদহ সদর হাসপাতাল বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফরিন। গত ১ ফেব্রুয়ারি সে বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় একটি কুকুর তাকে কামড়ে শরীর থেকে অনেকটা মাংস তুলে নেয়।


আফরিনের মত ভুগেছেন একই গ্রামের কৃষক সখিদুল ইসলাম। কাজ শেষে মাঠ থেকে বাড়ি ফেরার পথে কুকুরের আক্রমণের শিকার হন তিনিও। বর্তমানে তিনি সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।


জানা যায়, গত ৩ দিনে ঝিনাইদহ সদরের লক্ষিপুর গ্রামটিতে কুকুরের আক্রমণের ঘটনা বেড়েছে। বয়স্ক কিংবা শিশু কুকুরের কামড় থেকে রেহায় পাচ্ছে না কেউই। কুকুরের হঠাৎ এমন আক্রমণাত্মক আচরণে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কুকুরের ধাওয়ার স্বীকার হয়েছে কমপক্ষে শতাধিক মানুষ। এর মধ্যে আহত হয়েছেন ২০ জন।


গ্রামের সখিনা বেগম জানান, এলাকার নারীরাও পড়েছেন কুকুরের হামলার মুখে। গত কয়েকদিনে কুকুর ধাওয়া করেছে কমপক্ষে ১০ জন নারীকে। কেউ কেউ পুকুরে ঝাঁপ দিয়ে রক্ষা পেয়েছে ।


আলিম মিয়া জানান, মাঝে মধ্যেই কেউ বুঝে ওঠার আগেই পেছন থেকে এসে কামড়ে আবার দ্রুতই পালিয়ে যাচ্ছে কুকুরগুলো ।


এলাকাবাসী বলছে, প্রায় ৩০টি কুকুর আছে এ গ্রামে। অতি ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী একটি কুকুর ইতিমধ্যে মেরেও ফেলেছেন।


ঝিনাইদহের প্রশাসক মীর আলামিন জানান, বিষয়টি খুবই গুরুতর। আমি যত দ্রুত সম্ভব জেলা প্রাণী সম্পদ বিভাগের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com