চুয়াডাঙ্গায়
হাসপাতালের ডাক্তারকে যুদবল নেতার বেধড়ক মারধরের অভিযোগ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫
হাসপাতালের ডাক্তারকে যুদবল নেতার বেধড়ক মারধরের অভিযোগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বিশ্বাসকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবদল নেতা ইক্তাজুল রহমানের বিরুদ্ধে।


শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।


ইক্তাজুল রহমান জীবননগর পৌর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য।


চিকিৎসক জাহাঙ্গীর আলম বিশ্বাস জানান, আমি প্রাইভেট প্র্যাক্টিস শেষ করে রাত সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পৌঁছালে ইক্তাজুল রহমান আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমাকে বলে তুই আগে আওয়ামী লীগ করতিস বলেই তার হাতে থাকা বড় টর্চ লাইট দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। আমি মাথায় ও মুখে প্রচণ্ড ভাবে আঘাত প্রাপ্ত হয়েছি। সাথে সাথে চিকিৎসা নিয়েছি।


তিনি আরও বলেন, বিষয়টি আমি রাতেই আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। কর্তৃপক্ষ আমাকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার নির্দেশনা দিয়েছেন।


জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান বলেন, হামলার বিষয়টি আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন। তিনি তখন ডিউটিতে ছিলেন না, বাইরে থেকে ফিরছিলেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ প্রসঙ্গে চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, হামলার বিষয়টি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। আর এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ করতে বলা হয়েছে।


ডাক্তারের ওপর হামলার বিষয়ে যুবদল নেতা ইক্তাজুল রহমান জানান, ডাক্তার সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক। কথা কাটাকাটির এক পর্যায়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা টিএইচও সাহেবের সাথে বসে মীমাংসা করেছি। ভবিষ্যতে আর এমন ঘটনা হবে না।


বিবার্তা/সাঈদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com