আখেরি মোনাজাতের মাঝে বিকট শব্দ, মুসল্লিদের ছোটোছুটি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭
আখেরি মোনাজাতের মাঝে বিকট শব্দ, মুসল্লিদের ছোটোছুটি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্ব ইজতেমাযর প্রথম পর্বের আখেরি মোনাজাত চলাকালে স বিকট শব্দে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মুসল্লিরা ছোটাছুটি করতে থাকেন।


জানা গেছে, তাবলীগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করছিলেন। মোনাজাতের শেষের দিকে কয়েক মিনিট আগে ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি নিবাসের পূর্ব দিকে একটি টিনের ছাউনির উপর ড্রোন আছড়ে পড়ে। এতে টিনের ওপর বিকট শব্দ সৃষ্টি হয়। এতে আতঙ্কিত হয়ে ওই স্থানে থাকা মুসল্লিরা ছোটোছুটি করতে থাকেন। পরে উপস্থিত মুসল্লিরা শব্দে উৎস খুঁজতে গিয়ে ড্রোনটির সন্ধান পান।


টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, একটি ড্রোন আকাশে উড়ছিল সম্ভবত ড্রোনটির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি ইজতেমা ময়দানের একটি ট্রেনের ছাউনিতে আঁছড়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে ড্রোনটি উদ্ধার করে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com