১১ ঘণ্টা পর চার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯
১১ ঘণ্টা পর চার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘন কুয়াশার কারণে টানা ১১ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল।


রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শুরু হয় ফেরি চলাচল।


এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে কুয়াশার কারণে বন্ধ হয় ফেরি চলাচল। নদীতে আটকে যায় ৫টি ফেরিসহ শতাধিক যানবাহন। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। বাড়তে থাকে যাত্রীদের ভোগান্তি।


ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যার রাত থেকেই আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৯টার পর থেকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করতে থাকে। এ সময় ফেরি চলাচলের চ্যানেল ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। মার্কিং পয়েন্টও অস্পষ্ট হয়ে যায়।


দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ১০টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউ টিসি কর্তৃপক্ষ। এ সময় চলাচলরত ৫টি ফেরি মাঝ নদীতে ১শত ৩ যানবাহন নিয়ে আটকে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com