রাজবাড়ীতে
শ্রমিক দল নেতার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩১
শ্রমিক দল নেতার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা উপজেলা শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় পাংশা শহরের মালেক প্লাজার সামনে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


এর আগে পাংশা আজিজ সরদার মোড় থেকে একটি বিক্ষোভ মিশিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালেক প্লাজার সামনে এসে শেষ করে। এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আনসার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়াসহ কয়েকশ নেতাকর্মী উপস্তিত ছিলেন।


সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়া বলেন, ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ ৫ বছর ঢাকায় পালিয়ে থাকতে হয়েছে বিএনপি করার কারণে। সে সময় আওয়ামীলীগের লোকজন আমার বাড়িতে লুটপাট করে আগুন জালিয়ে দেয়।দীর্ঘ ১৬ বছর বিএনপির প্রতিটি আন্দলোন সংগ্রহ রাজপথে থেকেছি। আজ জখন আমাকে পাংশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। তখন একদল তথাকথিত বিএনপি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com