
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে তৃণমূলে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি। এটি বাস্তবায়ন হলে মানুষ তার কথা বলার ও ভোটের অধিকার ফিরে পাবে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশের সন্ত্রাস নৈরাজ্য থাকবে না। মানুষের মুখে হাসি ফুটবে। এই ৩১ দফায় মাটি ও মানুষের কথা তুলে ধরেছেন তারেক রহমান। সাধারণ মানুষের কাছে তারেক রহমানের এই বার্তা পৌঁছে দিতেই তিনি গ্রামে ছুঁটে এসেছেন।
এ সময় তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সঠিক নেতৃত্বে বিএনপি এখন অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।
লিফলেট বিতরণের সময় তার সাথে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিন, যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদ হাসান রিপন, বর্তমান আহবায়ক সজল আহমেদ, সদস্য সচিব রফিকুজ্জামান লিটনসহ শতাধিক নেতাকর্মী।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]