
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৪ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপি'র কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
সভায় সভাপতিত্ব করেন তারেক জিয়ার প্রজন্ম দলের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, লুৎফর রহমান, তারেক জিয়ার প্রজন্ম দলের শেরপুর জেলা শাখার সভাপতি এইচ এম রাকিবুল আলম সৌরভ৷ প্রিয় অতিথি ছিলেন তারেক জিয়ার প্রজন্ম দলের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান শিমুল।
এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা বিএনপি'র কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওইখানে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]