জামালপুরে
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্র আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৬
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্র আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'বিট পুলিশ বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি।'- এই প্রতিপাদ্যে জামালপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২২জানুয়ারি) বিকালে জামালপুর সদরের নারায়নপুর তদন্ত কেন্দ্রের আয়োজনে তুলসীপুর বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।


জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো: আতিকের সভাপতিত্বে সমাবেশে জামালপুর (সদর সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফর রহমান ও রশিদ পুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হোসেন মাস্টারসহ অনেকেই বক্তব্য রাখেন।


সভায় উপস্থিত রশিদপুর ইউনিয়নের সর্বস্তরের ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সমাবেশে মাদক, চোরাচালান, ইভটিজিং, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ মুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসা আহব্বান জানান বক্তারা।


এসময় প্রধান অতিথি জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেন, "৫ আগস্টের আগে পুলিশ আর এখন পুলিশ এক নয়; এখন জনগণের পুলিশ, জনগণের সমস্যা ও অভিযোগের কথা শুনবে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবে। তাই আপনার কারও মাধ্যম হয়ে থানায় আসবেন না সরাসরি আসবেন।


আপনাদের জন্য সবসময় আমার দপ্তর অফিস ২৪ ঘন্টা খোলা। কেও আমাদের তথ্য তার পরিচয় সবসময় গোপন রাখা হবে। তাই তথ্য দিয়ে অপরাধ মুক্ত সুন্দর সমাজ গঠনে সবাই এগিয়ে আসুন।"


বিবার্তা/ওসমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com