জামালপুরে
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২২ জানুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।


বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল হাইয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: দিদারুল ইসলাম দিদার, অ্যাডভোকেট নওয়াব আলী, অ্যাডভোকেট ফজলুল হক, অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, অ্যাডভোকেট মোকাম্মেল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন, অ্যাডভোকেট রফিকুল হক, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট রিশাদ রেজোয়ান বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষের মত আইনজীবীরাও আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে তারা এখন প্রকাশ্যে আসতে পারে না, পালিয়ে বেড়াচ্ছে। আমাদের শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


বিবার্তা/ওসমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com