
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ মিয়া (১৬) নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত পারভেজ মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বন্ধুদের সাথে পাশের গ্রাম হিরণ্যবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় পারভেজ। এ সময় ব্যাডমিন্টন মাঠে আলো জ্বালানোর জন্য পল্লীবিদ্যুৎ লাইন থেকে অবৈধ ভাবে নেয়া সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এসময় গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা পারভেজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সহকারি ম্যানেজার সৌরভ কুমার রায় জানান, বিদ্যুৎ অফিস প্রতি সপ্তাহে ৫ দিন করে সচেতনতামূলক মাইকিং করা হয়। অবৈধ সংযোগে কেউ লাইন চালালে সেটা আইনত অপরাধ। তবে অবৈধ সংযোগ দিয়ে দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/মোস্তাক/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]