ইসলামপুরে ঐতিহ্যবাহী ষাড় গরুর মই দৌড় খেলা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫৯
ইসলামপুরে ঐতিহ্যবাহী ষাড় গরুর মই দৌড় খেলা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর মই দৌড় প্রতিযোগিতা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১জানুয়ারি) বিকালে আয়োজক কমিটির দেলোয়ার হোসেন মন্ডলে সভাপতিত্বে পূর্ব গামারিয়া ও মুখশিমলা দালালবাড়ী পশ্চিম পার্শ্বে মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় গাইবান্ধা আগুনের চরের পাঙ্খা আলীর গরুর মই দৌড়ে বিজয়ী হয়। ২য় স্থান অধিকার করে একই ইউনিয়নের চন্দনপুরের হাবু বেপারীর টিম। খেলায় শুরু থেকে বিভিন্ন এলাকার ১০টি টিম অংশ নেয়।


ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বাবু ও বিশেষ অতিথি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবসহ অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


বাংলার ঐতিহ্যবাহী ষাড় গরু দিয়ে মই দৌড় প্রতিযোগিতাটি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় হয়।


অনেকেই খেলা দেখতে এসে আবেগে আপ্লুত হয়ে বলেন, তারা গত ৪০ বছরের মধ্যে এই ষাড় গরুর মই দৌড় খেলা দেখেনি। তাই তারা পরিবারে শিশু, ছোট বড় সবাইকে নিয়ে খেলা দেখতে এসেছেন। ষাড় গরু দিয়ে মই দৌড় খেলাটি যাতে আয়োজক কমিটি প্রতিবছরই আয়োজন করে এই দাবিও জানান অনেকেই।


এব্যাপারে আয়োজক কমিটির দেলোয়ার হোসেন মন্ডল ও রাজিব জানান, সবার সহযোগিতা পেলে এখন থেকে মই দৌড় খেলাটি প্রতি বছরই অনুষ্ঠিত হবে।


পুরস্কার বিতরণ সময় সাবেক সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বাবু প্রতি বছরই খেলাটি আয়োজন করতে আয়োজক কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু মই দৌড় প্রতিযোগিতাটি প্রতিবছরই অনুষ্ঠিত হবে এমনটি প্রত্যাশা সকলের।


বিবার্তা/ওসমান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com