
"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার ২ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
মেলাটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার জুনাব আলী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ২০টি এবং অন্যান্য আরো ৪টিসহ মোট ২৪ টি ষ্ট্রলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মেলায় বর্তমান সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন মডেল তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় ষ্টলগুলো পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান , জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গ্যালারি সহকারী এম জাহিদুল ইসলাম, আরাফাত আলী, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আব্দুল মোনতাকিম, কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎ শাহী প্রিন্সিপাল মামুনুর রশীদ মজুমদার, অধ্যাপক মো. লোকমান হাকিম, অধ্যাপক মো. মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আল আমিন প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ মেলায় উপস্থিত ছিলেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]