গৌরীপুরে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ও যুবদলের দোয়া ও শোক মাহফিল
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২৩:৩১
গৌরীপুরে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ও যুবদলের দোয়া ও শোক মাহফিল
গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে গৌরীপুরে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাদ আছর গৌরীপুর থানা সংলগ্ন যুবদল অফিস এ দিনব্যাপী পবিত্র কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে বাদ আসর বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।


গৌরীপুর পৌর বিএনপি ও যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার। শোক সভায় বক্তব্য রাখেন জেলা উত্তর যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক ভিপি শামছু, সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম, ইলিয়াস উদ্দিন মৃধা সহ বিএনপি ও যুবদলের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।


এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে — বিএনপি নেতা মোঃ শামছুদ্দিন, মোখলেছ খান পাঠান, জয়নাল আবেদীন খোকন, জিয়াউল আবেদীন জিলু, মীর হোসেন মীরন, আঃ সাত্তার, জাহাঙ্গীর হোসেন, খলিল উদ্দিন, আঃ সালাম, সাদেক মিয়া ও যুবদল নেতা সোহেল রানা, জহিরুল, মাসুদ, শহীদ, রাছেল, মিলন সহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।


শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়।


এ ছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক প্রকাশ করা হচ্ছে। বিগত ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টায় দীর্ঘ অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেন।


বিবার্তা/হুমায়ুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com