
ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধকরণে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক সুলতান আলম।
টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিত করতে খোলা ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধ করা প্রয়োজন। ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধে মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপ পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ড. মিনহাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মো.আবু জুবায়ের উজ্জল সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
বিবার্তা/বাবু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]