গৌরীপুরে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯
গৌরীপুরে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।


১৪ জানুয়ারি, মঙ্গলবার সকালে এ ভ্রাম্যমান আদালতে ৬ টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরে বিধিমোতাবেক সঠিক কোন কাগজ পত্র না থাকায় ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।


জরিমানাকৃত ইটভাটার মধ্যে এস.এস ব্রিকস ২ লাখ,ভূইয়া ব্রিকস ফিল্ড ২ লাখ,শামছু ব্রিকস ৩ লাখ,এন জি এম ব্রিকস ৩ লাখ,চাচা ভাতিজা ইট ভাটা ৩ লাখ,একতা ১ লক্ষ টাকা রয়েছে।


ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রট সুনন্দা সরকার প্রমা। তাকে সহায়তা করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো রোকন মিয়াসহ গৌরীপুর থানার চৌকশ পুলিশ বাহিনী।


ময়মনসিংহ জেলা প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। তিনি আরো বলেন এ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


বিবার্তা/হুমায়ুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com