মুহুরী নদী খননের দাবিতে সোনাগাজীতে মানববন্ধন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:২৩
মুহুরী নদী খননের দাবিতে সোনাগাজীতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুহুরী নদীর মূল গতিপথে চর জেগে উঠায় ফেনীর সোনাগাজী অংশে ভাঙ্গণ দেখা দিয়েছে। এতে উপজেলার পূর্ব সোনাপুর, কলমির চর, চর কৃঞ্চজয়, চর ডুব্বা ও গুচ্ছ গ্রাম এলাকার সহস্রাধিক বাড়িঘর এবং হাজারো একর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যার কারণে দ্রুত সময়ের মধ্যে মুহুরী নদীর সোনাগাজী অংশের খননের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।


১৪ জানুয়ারি, মঙ্গলবার সকালে গুচ্ছগ্রামে অনুষ্ঠিত এ মানববন্ধনে ঘর বাড়ি ও কৃষিজমি হারানো ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য দেন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন, সাধার সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ফরায়েজি, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত শাহপরান, স্বপন মিয়া প্রমুখ।


বক্তারা বলেন, মুহুরি নদীর মূল গতিপথে চর জেগে উঠায় সোনাগাজী অংশে নদী ভাঙন সৃষ্টি হয়েছে। গত দুই বছরে হাজারো পরিবারের বাড়িঘর ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বারবার পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিদের অবহিত করেও কোন প্রতিকার পায়নি ক্ষতিগ্রস্তরা। নদীর মূল গতিপথে খনন করে পানি চলাচলের পথ স্বাভাবিক করে দিলে নদী ভাঙন বন্ধ হবে বলে জানিয়েছেন তাঁরা।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com